দুয়ারে সরকার কর্মসূচী রূপায়নে ক‍্যাম্পে হাজির তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ‍্যায়

8th December 2020 9:15 pm কলকাতা
দুয়ারে সরকার কর্মসূচী রূপায়নে ক‍্যাম্পে হাজির তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ‍্যায়


পিয়ালী ঘোষ ( কলকাতা ) : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের  'দুয়ারে সরকার' এর  আহ্বান কে  বাস্তবায়িত করতে ও রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের প্রতিটি পরিবার পিছু ৫ লক্ষ টাকা কভারেজ রূপায়নে সক্রিয় ভূমিকা নিয়ে পথে নামলেন ১৩১ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেত্রী রত্না চট্টোপাধ্যায়। করোনা আবহে পার্টি অফিস একটি বিশেষ ক্যাম্প না করে মানুষের মধ্যে দূরত্ব রক্ষা করে তিনি তার ওয়ার্ডের মোট ৩৬ টি বুথে ৩৬ টি ক্যাম্প করে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা ওয়ার্ড এর প্রত্যেকটি পরিবারের কাছে পৌছে দিতে উদ্যোগী হলেন। তিনি বলেন এর ফলে মানুষের ভিড় এড়িয়ে দূরত্ব বিধি রক্ষা করে সুষ্ঠুভাবে প্রতিটি পরিবারের প্রয়োজনীয় তথ্য গুলি লিপিবদ্ধ করা যাবে। এর ফলে প্রতিটি পরিবার নির্ভূলভাবে তাদের তথ্যঃ নির্দিষ্ট ফরমে লিপিবদ্ধ করে নির্দিষ্ট ক্যাম্পে জমা দিতে পারবেন। তিনি আরো বলেন ইতিপূর্বে কোন সরকারই এ ধরনের প্রকল্প নেন নি। বিপিএলের অন্তর্ভুক্ত পরিবারগুলি ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ছিলেন, এখন রাজ্যের সমস্ত পরিবারের জন্য এই প্রকল্প করা হয়েছে।

 





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।